পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ২১:৫৪

শেয়ার

পাকিস্তানকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে নতুন ইতিহাস বাংলাদেশের
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে প্রথমবারের মতো সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ২০ জুলাই দীর্ঘ ৯ বছর পর এই ফরম্যাটে পাকিস্তানকে হারানোর পর ২২ জুলাই সিরিজ নিশ্চিত করল লিটন দাসের নেতৃত্বাধীন দল। এক সপ্তাহ আগে শ্রীলঙ্কায় স্বাগতিকদের হারিয়েই যে ইতিহাস শুরু হয়েছিল, এবার সেটির ধারাবাহিকতায় যুক্ত হলো আরেকটি স্বর্ণালি অধ্যায়।

 

মিরপুরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ১৩৩ রান। ম্যাচের শুরুতেই ২৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। তবে সেখান থেকে দলের হাল ধরেন জাকের আলী অনিক ও সহ-অধিনায়ক শেখ মেহেদী হাসান।

 

জাকের ৪৮ বলে করেন ৫৫ রান, ইনিংসটি সাজানো ছিল একটি চার ও পাঁচটি দুর্দান্ত ছক্কায়। মেহেদী ২৫ বলে করেন ৩৩ রান, দুটি চার ও দুটি ছক্কায়। ওপেনার পারভেজ ইমন করেন ১৩ রান, বাকিরা ছিলেন নিস্তেজ। পাকিস্তানের পক্ষে সালমান মির্জা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।

 

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই ধসে পড়ে। স্কোরবোর্ডে মাত্র ১৫ রান তুলতেই সাজঘরে ফিরে যান তাদের পাঁচজন ব্যাটার। দলীয় ৫০ রানের মধ্যে আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। এমন সময় হাল ধরেন ফাহিম আশরাফ।

 

খুশদিল শাহ ১৩ রান করে আউট হলেও ফাহিমের ব্যাটে ফিরে আসে পাকিস্তানের আশা। ২৬ বলে ৩৮ রানে অপরাজিত থাকার সময় একটি জীবনও পান তিনিতানজিম সাকিবের হাতে ক্যাচ উঠলেও তা তালুবন্দী হয়নি। শেষ দুই ওভারে দরকার ছিল ২৮ রান। রিশাদের ওভারে ফাহিম ও দানিয়ালের তাণ্ডবে আসে ১৫ রান। তবে ওভারের শেষ বলেই বোল্ড হন ফাহিম, ৩২ বলে ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে।

 

শেষ ওভারে ১৩ রান দরকার ছিল পাকিস্তানের। প্রথম বলেই চার হাঁকান দানিয়াল। কিন্তু পরের বলেই ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন বাউন্ডারিতে। শেষ পর্যন্ত ৮ রানের জয় পায় বাংলাদেশ, আর সেই সঙ্গে গড়ে ফেলে পাকিস্তানের বিপক্ষে এক ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়।

 

বাংলাদেশ ক্রিকেটে এটি একটি বড় মাইলফলক। টানা দুটি সিরিজ জয়, আর দুটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষেনতুন আত্মবিশ্বাসে ভরিয়ে দিলো টাইগারদের।