জাকেরের লড়াকু ফিফটি, শোকের দিনে ব্যাটে ভরসা দিতে পারল না বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ২০:০৪

আপডেট: ২২ জুলাই, ২০২৫ ২০:০৪

শেয়ার

জাকেরের লড়াকু ফিফটি, শোকের দিনে ব্যাটে ভরসা দিতে পারল না বাংলাদেশ
জাকের ও শেখ মাহেদীর বাটেই কিছুটা হেসেছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত।

সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামলেও শুরুতেই খেই হারিয়ে ফেলল বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। তবে শোকাবহ এক দিনে ম্যাচ মাঠে গড়ানোয় আবহ ছিল ব্যতিক্রম, খেলায় ছিল না চিরাচরিত উৎসবের রং।

 

শুরুতেই ধসে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। পাওয়ার প্লের মধ্যেই সাজঘরে ফেরেন প্রথম চার ব্যাটার। ইনিংসের দ্বিতীয় ওভারে নাঈম শেখ স্কুপ করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন মাত্র ৩ রানে। এরপর পঞ্চম ওভারে দুই উইকেট হারায় বাংলাদেশএকটি ক্যাচ, আরেকটি রানআউট। লিটন দাস আউট হন মাত্র ৮ রানে, আর তাওহিদ হৃদয় রানের খাতা খোলার আগেই ফেরেন সাজঘরে।

 

ইনিংস সামাল দেওয়ার দায়িত্ব নেন জাকের আলী অনিক ও শেখ মেহেদী হাসান। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন ৫৩ রান, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি জুটি। তবে এই জুটি ভাঙতেই আবারও নড়বড়ে হয়ে পড়ে ব্যাটিং লাইনআপ।

 

শেখ মেহেদী খেলেন ২৫ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস। ছক্কা মেরে জুটির পঞ্চাশ পূর্ণ করেই মোহাম্মদ নওয়াজের বলে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাঁকে। এরপর একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান জাকের। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে করেন ৫৫ রান। তাঁর ব্যাট থেকে আসে একটি চার ও পাঁচটি ছক্কা।

 

বাকিদের কেউই তেমন অবদান রাখতে পারেননি। ওপেনার পারভেজ ইমন করেন ১৪ রান। বাকি সাত ব্যাটারের কেউই যেতে পারেননি দুই অঙ্কে।

 

ম্যাচ শুরুর আগে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে। রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণার পর স্টেডিয়ামে ছিল অর্ধনমিত জাতীয় পতাকা। বিমানের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে মাঠে বাজেনি কোনো গান। কালো আর্মব্যান্ড পরে খেলেছে দুই দলের ক্রিকেটাররা। এমন শোকাবহ পরিবেশে ব্যাটে-বলে বাংলাদেশের লড়াইটি ছিল নিষ্প্রভ ও নিঃসঙ্গ।