বিমান দুর্ঘটনায় নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ বিসিবির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৫ ১৫:৪০

আপডেট: ২২ জুলাই, ২০২৫ ১৫:৪০

শেয়ার

বিমান দুর্ঘটনায় নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ বিসিবির
মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ উদ্যোগ বিসিবির। ছবি: সংগৃহীত।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান ভূপতিত হয়ে বহু কোমলমতি শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে সরকার। এই শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, পাকিস্তানের বিপক্ষে আজকের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে থাকবে শোক প্রকাশের নানা আয়োজন।

 

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম এবং বিসিবির প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং স্টেডিয়ামের সকল দর্শক এক মিনিট নীরবতা পালন করবেন। এছাড়া বাংলাদেশের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা কালো আর্মব্যান্ড পরে খেলবেন, শোকের প্রতীক হিসেবে।

 

এদিন ম্যাচে কোনো ধরনের গান বা সাউন্ড এফেক্ট ব্যবহৃত হবে না। সাধারণত ওভার বিরতি বা উইকেট পতনের সময় স্টেডিয়ামে যেসব সংগীত বাজানো হয়, তাও আজকের ম্যাচ থেকে বাদ থাকবে। বিসিবি জানিয়েছে, এভাবেই এই ট্র্যাজেডির প্রতি সম্মান জানাতে চায় তারা।

 

বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বোর্ড। বিসিবি পরিচালক এবং সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এই আয়োজন পরিচালিত হবে। ক্রিকেটাঙ্গনের অন্যান্য বড় তারকারাও এই শোকাবহ মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন জাতির। সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবালসহ অনেকেই সামাজিক মাধ্যমে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ছুটির সময় একটি প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটিতে স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বহু শিক্ষার্থী। আরও অনেক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুরো জাতি আজ নিস্তব্ধ, ব্যথিত। সেই প্রেক্ষিতেই দ্বিতীয় টি-টোয়েন্টিকে ঘিরে বিসিবির এই উদ্যোগ, যেন ক্রীড়াঙ্গনও হয়ে ওঠে জাতির শোকের সহযাত্রী।