টানা জয়ে সিরিজ নিশ্চিত, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিলো বাংলাদেশের যুবারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৫ ২২:৫৯

আপডেট: ১৯ জুলাই, ২০২৫ ২৩:০০

শেয়ার

টানা জয়ে সিরিজ নিশ্চিত, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিলো বাংলাদেশের যুবারা
১০৪ রানের বড় জয়ে দক্ষিণ আফ্রিকায় সিরিজ নিশ্চিত বাংলাদেশের। ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বেনোনিতে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিকদের ১০৪ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করেছে আজিজুল হাকিম তামিমের দল। এ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০ বছরে চারটি দ্বিপাক্ষিক যুব ওয়ানডে সিরিজ খেলে চারটিতেই জিতল বাংলাদেশের যুবারা।


আগে ব্যাট করতে নেমে ওপেনার জাওয়াদ আবরার (৫৭), অধিনায়ক তামিম (৬৭) ও রিজান হোসেনের (৫২) ব্যাটে ভর করে ৬ উইকেটে ২৬৫ রানের লড়াকু সংগ্রহ গড়ে বাংলাদেশ। এরপর বোলিংয়েও নিয়ন্ত্রিত পারফরম্যান্স দেখায় টাইগার যুবারা। দক্ষিণ আফ্রিকার ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬১ রানে। 


বাংলাদেশের পক্ষে স্বাধীন ইসলাম, আল ফাহাদ ও তামিম পেয়েছেন দুটি করে উইকেট। শুরু থেকেই চাপে পড়ে যায় স্বাগতিক ব্যাটাররা—মাত্র ৫১ রানেই নেই ৫ উইকেট। একমাত্র প্রতিরোধ গড়েন জেসন রোলস, ৪৮ বলে করেন ৫১ রান। তবে অধিনায়ক তামিমের শিকার হয়ে তিনিও ফিরে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রোটিয়া যুব দল। ৩০.২ ওভারেই অলআউট হয়ে যায় তারা। 


সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন কেবল নিয়মরক্ষার, সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।