জাকেরের বড় লাফ, হৃদয়-তানজিদও এগিয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ১৬:৫৬

আপডেট: ১০ জুলাই, ২০২৫ ১৪:৩২

শেয়ার

জাকেরের বড় লাফ, হৃদয়-তানজিদও এগিয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ে
ওয়ানডে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তানজিদ তামিম, জাকের আলী ও তাওহিদ হৃদয়ের অগ্রগতি। ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দল হিসেবে ব্যর্থ হলেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার। তারই প্রতিফলন পড়েছে আইসিসির নতুন ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে। ধারাবাহিক লড়াইয়ের পুরস্কার হিসেবে ব্যাটসম্যানদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে এখন ৫৯ নম্বরে আছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি।


মঙ্গলবার শেষ হওয়া তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে ধারাবাহিক ছিলেন তিনিই। প্রথম ম্যাচে ৬৪ বলে ৫১, দ্বিতীয় ম্যাচে ২৪ এবং শেষ ম্যাচে করেন ২৭ রান। ব্যাটিং বিপর্যয়ের মাঝেও তাঁর সাহসী ইনিংসগুলো নজর কেড়েছে ক্রিকেটবিশ্বে।


র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তৌহিদ হৃদয়েরও। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরের দুই ম্যাচে করেন দুইটি ৫১ রানের ইনিংস। ব্যাটসম্যানদের তালিকায় ৭ ধাপ এগিয়ে ৫১তম অবস্থানে এখন এই মিডল-অর্ডার ব্যাটার।


তানজিদ হাসান তামিমও প্রথম ম্যাচে ৬২ রানের ইনিংস খেলে ১৯ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮৫তম স্থানে। তবে তাঁর সঙ্গে একই অবস্থানে আছেন জাতীয় দলে না থাকা সৌম্য সরকার, যিনি পিছিয়েছেন ৭ ধাপ।


ব্যর্থতায় পিছিয়ে পড়েছেন লিটন দাস (৭৮ নম্বরে) ও নাজমুল হোসেন শান্ত (৩৪ নম্বরে)। সিরিজের প্রথম ম্যাচে শূন্য রানে ফিরেছিলেন লিটন, এরপর আর একাদশে জায়গা হয়নি। শান্ত তিন ম্যাচেই ছিলেন নিষ্প্রভ।


বোলারদের র‍্যাঙ্কিংয়েও কিছু পরিবর্তন এসেছে। তিন ম্যাচে ৬ উইকেট নিয়ে ১৮ ধাপ এগিয়ে ৯২ নম্বরে উঠেছেন পেসার তানজিম হাসান সাকিব। বাংলাদেশের শীর্ষ বোলার তাসকিন আহমেদ (২৬ নম্বরে) ২ ধাপ উন্নতি করেছেন। তবে মুস্তাফিজ (৪৬) ও মিরাজ (২৯) দুজনই পিছিয়ে গেছেন।


একমাত্র জয় পাওয়া দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের নায়ক তানভির ইসলাম এখনও ঢুকতে পারেননি সেরা ১০০-র মধ্যে।


শ্রীলঙ্কার পারফরম্যান্সও র‍্যাঙ্কিংয়ে দারুণভাবে প্রতিফলিত হয়েছে। কুসাল মেন্ডিস ১০ ধাপ এগিয়ে আছেন দশম স্থানে, আর আসালাঙ্কা দুই ধাপ এগিয়ে ষষ্ঠ। বোলারদের মধ্যে হাসারাঙ্গা তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়ে এখন আছেন অষ্টম স্থানে।


সব মিলিয়ে, সিরিজ হারের হতাশার মধ্যেও কিছু ব্যক্তিগত প্রাপ্তি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য স্বস্তির বার্তা হয়ে এসেছে।