সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে শ্রীলঙ্কার জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৫ ০৯:৫৪

শেয়ার

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে শ্রীলঙ্কার জয়
শূন্য রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ছবি:শ্রীলঙ্কা ক্রিকেট।

পাল্লেকেলের সবুজ মাঠে সিরিজ নির্ধারণী ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। কুসাল মেন্ডিসের ঝকঝকে সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ রান তোলে স্বাগতিকরা। জবাবে ৩৯.৪ ওভারেই ১৮৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।


টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারালেও, চতুর্থ উইকেটে কুসাল মেন্ডিস ও আসালাঙ্কার ১২৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। মেন্ডিস ১১৪ বলে ১২৪ রানের অসাধারণ ইনিংস খেলেন, ইনিংসের শেষভাগে গতি বাড়িয়ে পরের পঞ্চাশ করেন মাত্র ৩৭ বলে। আসালাঙ্কার ব্যাট থেকে আসে ৫৮ রান।


জবাবে বাংলাদেশ দ্রুত উইকেট হারিয়ে পড়ে চাপে। ওপেনার তানজিদ ও শান্ত ফিরে যান শুরুতেই। পারভেজ হোসেন, মিরাজ ও শামীমরা সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি। কিছুটা লড়াই করে ফিফটি তুলে নেন তাওহিদ হৃদয়, তবে তার ইনিংসও শেষ হয় চামিরার ইয়র্কারে। শেষ দিকে জাকের আলির ২৭ রানের ইনিংস কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।


ওয়ানডে সিরিজ শেষে দুই দল এবার মুখোমুখি হবে টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচ বৃহস্পতিবার, একই ভেন্যু পাল্লেকেলেতে।


সংক্ষিপ্ত স্কোর:


শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৫/৭ (নিসাঙ্কা ৩৫,মাদুশকা ১,কুসাল মেন্ডিস ১২৪,কামিন্দু মেন্ডিস ১৬,আসালাঙ্কা ৫৮,লিয়ানাগে ১২,ওয়েলালাগে ৬,হাসারাঙ্গা ১৮*,চামিরা ১০;তাসকিন ১০-০-৫১-২,তানজিম ৬-০-৪১-১,তানভির ১০-০-৬১-১,মুস্তাফিজ ১০-০-৫২-০,মিরাজ ১০-০-৪৮-২,শামীম ৪-০-৩০-১)।


বাংলাদেশ: ৩৯.৪ ওভারে ১৮৬ (পারভেজ ২৮, তানজিদ ১৭, শান্ত ০, হৃদয় ৫১, মিরাজ ২৮, শামীম ১২, জাকের ২৭, তানজিম ৫, তাসকিন ১, তানভির ৮, মুস্তাফিজ ০*; আসিথা ৭-০-৩৩-৩, চামিরা ৮-১-৫১-৩, থিকশানা ৬-১-১৮-০, ওয়েলালাগে ৮-০-৩৩-২, হাসারাঙ্গা ৮.৪-১-৩৫-২, কামিন্দু ২-০-১৪-০)


ফল: শ্রীলঙ্কা ৯৯ রানে জয়ী।

সিরিজ: তিন ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: কুসাল মেন্ডিস।

ম্যান অব দা সিরিজ: কুসাল মেন্ডিস।