শিরোনাম
.jpg)
দ্বিতীয় ওয়ানডেতে চোটে পড়ে মাঠের বাইরে শান্ত। ছবি: সংগৃহীত।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরালেও এক বড় দুশ্চিন্তার মুখে পড়েছে বাংলাদেশ দল। ম্যাচ চলাকালেই ফিল্ডিং করতে গিয়ে চোট পান নাজমুল হোসেন শান্ত। ফলে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে তার খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফিল্ডিংয়ের সময় বাউন্ডারি লাইনে ডাইভ দিতে গিয়ে কোমরে চোট পান টাইগারদের এই গুরুত্বপূর্ণ ব্যাটার। সঙ্গে সঙ্গেই ফিজিওর সাহায্যে মাঠ ছাড়েন তিনি, এরপর আর ফেরেননি ফিল্ডিংয়ে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোটের পর থেকে শান্ত অস্বস্তি অনুভব করছেন এবং এখন আছেন মেডিকেল টিমের পর্যবেক্ষণে। পাল্লেকেলেতে শেষ ওয়ানডের আগে দুই দিন বিরতি থাকায় সেই সময়ের মধ্যেই মূল্যায়ন করা হবে শান্তর শারীরিক অবস্থা।
প্রসঙ্গত, এ বছরের শুরুতেও শান্ত ভুগেছিলেন কোমরের চোটে। বিশ্রাম ও পুনর্বাসনের মধ্য দিয়ে সেরে উঠে মাঠে ফিরেছিলেন তিনি। এবার আবার সেই পুরোনো চোটই মাথাচাড়া দিয়ে উঠেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই সিরিজের আগেই ওয়ানডে অধিনায়কত্ব হারান শান্ত। বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকেও। টেস্ট সিরিজ শেষে সরে দাঁড়ান টেস্ট অধিনায়কত্ব থেকেও। তবে ফর্মের দিক থেকে ওয়ানডেতে শান্ত ছিলেন দলটির অন্যতম সেরা ব্যাটার। ফলে শেষ ম্যাচে তার না খেলা হলে সেটা হবে বাংলাদেশের জন্য বড় ধাক্কা। শান্ত ছিটকে গেলে একাদশে জায়গা পেতে পারেন নাঈম শেখ। সুযোগ মিলতে পারে ব্যাট হাতে সংগ্রামরত লিটন দাসেরও।
আগামী ৮ জুলাই পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। এখন সিরিজ ১-১ সমতায় থাকায় ম্যাচটি হয়ে উঠেছে ‘ফাইনাল’। তার আগে শান্তর চোট বাংলাদেশের শিবিরে ছড়িয়েছে অনিশ্চয়তার ছায়া।
আরও পড়ুন: