শিরোনাম
.jpg)
কলম্বোতে সিরিজে সমতা আনার পর টাইগারেরা। ছবি: সংগৃহীত।
প্রথম ম্যাচে অপ্রত্যাশিত হারের ধাক্কা ভুলে দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। ২৪৯ রানের লক্ষ্য দেওয়া ম্যাচে তানভীর ইসলাম ও শামীম পাটোয়ারীর দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানের জয় নিশ্চিত করল টাইগাররা। এই জয়ের সুবাদে শুধু সিরিজে সমতা নয়, আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়েও এক ধাপ উন্নতি করল মিরাজের দল।
সিরিজের আগে বাংলাদেশ ছিল ১০ নম্বরে, রেটিং ৭৬। লঙ্কানদের বিপক্ষে একটি জয়ই যথেষ্ট ছিল নবম স্থানে উঠতে। সেই সমীকরণ মেলাতে কাল রাতের জয়ই যথেষ্ট হল। হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী, এখন বাংলাদেশের রেটিং ৭৮, ওয়েস্ট ইন্ডিজ নেমে গেছে ১০ নম্বরে।
বাংলাদেশের জয়ের সঙ্গে সঙ্গে ধাক্কা খেয়েছে লঙ্কানরাও। ১০২ রেটিং নিয়ে তারা নেমে গেছে ৫ম স্থানে। সুযোগ কাজে লাগিয়ে ৪ নম্বরে উঠে গেছে পাকিস্তান (রেটিং ১০৪)। শীর্ষ তিনে যথারীতি ভারত (১২৪), নিউজিল্যান্ড (১০৯) ও অস্ট্রেলিয়া (১০৭)।
র্যাঙ্কিংয়ের দৃষ্টিকোণ থেকে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে থাকতে হবে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে। তাই প্রতিটি জয়ই রেটিং ও ভবিষ্যতের বিশ্বকাপ টিকিটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।
এখন সুযোগ, তৃতীয় ওয়ানডে জিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ জয়। আর সেখানেই রচতে পারে টাইগাররা নতুন ইতিহাস।
আরও পড়ুন: