বাঁচা-মরার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ১৪:৫৯

শেয়ার

বাঁচা-মরার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টসের সময় দুই দলের দুই অধিনায়ক। ছবি: সংগৃহীত।

ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। একাদশে এসেছে দুটি পরিবর্তন—লিটন দাসের জায়গায় শামীম পাটোয়ারী, আর তাসকিনের জায়গায় এসেছেন হাসান মাহমুদ।


লিটনের অনুপস্থিতির আভাস ছিল আগেই, অনুশীলনে না থাকায়। তাসকিনকে রাখা হয়নি ইনজুরি ব্যবস্থাপনার কারণে। লঙ্কান একাদশেও এসেছে দুই পরিবর্তন—রত্ননায়েক ও মালিঙ্গার বদলে সুযোগ পেয়েছেন ভেল্লালাগে ও চামিরা।


ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।


বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


শ্রীলঙ্কা একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও আসিথা ফার্নান্দো।