তাসকিনের দুর্দান্ত প্রত্যাবর্তনে শ্রীলঙ্কাকে অল্পতেই আটকে দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই, ২০২৫ ১৯:১৯

শেয়ার

তাসকিনের দুর্দান্ত প্রত্যাবর্তনে শ্রীলঙ্কাকে অল্পতেই আটকে দিল বাংলাদেশ
উইকেট পাওয়ার সতীর্থদের সাথে উদযাপনে ব্যস্ত তাসকিন। ছবি: সংগৃহীত।

লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে যেন নতুন করে জ্বলে উঠলেন তাসকিন আহমেদ। দারুণ গতিময় বোলিংয়ে শিকার করলেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। তার সাথে তানজিম হাসান সাকিবের আগুন ঝরানো বোলিংয়ে চাপে পড়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৪৪ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা।


মঙ্গলবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। শুরুতেই টাইগার পেসারদের দারুণ বোলিংয়ে চাপে পড়ে স্বাগতিকরা। নিসাঙ্কা ও মাদুশকা—দুই ওপেনারকেই দ্রুত ফেরান তানজিম সাকিব ও তাসকিন আহমেদ। এরপর শূন্য রানে বিদায় নেন কামিন্দু মেন্ডিসও। ইনিংসের শুরুতেই মাত্র ২৯ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা।


চাপে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা ও উইকেটরক্ষক কুশল মেন্ডিস। মেন্ডিস ৪৫ রানে থেমে গেলেও, আসালাঙ্কা ছিলেন সাবলীল। এক প্রান্ত আগলে রেখে ফিফটির পর সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১২৩ বলে ১০৬ রানের ইনিংস খেলে ফেরেন ইনিংসের শেষ ওভারে, তাকে ফেরান তানজিম সাকিব।


বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার তাসকিন আহমেদ নেন ৪ উইকেট। বিশেষ করে ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন তিনি। তানজিম সাকিব তুলে নেন ৩ উইকেট। তানভীর ইসলাম ও নাজমুল হোসেন শান্ত ১টি করে উইকেট শিকার করেন।


শেষ ওভারে দুই বলে দুটি উইকেট হারিয়ে ২৪৪ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। শেষ ওভারে রান আউটে কাটা পড়েন ঈশান মালিঙ্কা।


এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ সিরিজে এগিয়ে যাবে ১-০ ব্যবধানে। তবে ব্যাটিং পর্বে টাইগারদের কীভাবে জবাব দেয় তা-ই এখন দেখার অপেক্ষা। তবে একটাই কথা—তাসকিনের এই স্বপ্নের প্রত্যাবর্তন বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াতে বড় ভূমিকা রাখবে।