বিপিএলে বড় রদবদল: বিদেশি এজেন্সি, ৫ বছরের ফ্র্যাঞ্চাইজি, খুলছে বিদেশি দলের দুয়ার!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৫ ১৭:২৮

শেয়ার

বিপিএলে বড় রদবদল: বিদেশি এজেন্সি, ৫ বছরের ফ্র্যাঞ্চাইজি, খুলছে বিদেশি দলের দুয়ার!

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে একের পর এক প্রশ্নে সংবাদ সম্মেলনে বিস্মিত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেই ফেললেন, “সবার প্রশ্ন শুনে মনে হচ্ছে, বিপিএল অনেক জনপ্রিয়।” আর এই জনপ্রিয়তা ও সমালোচনার ভার একসঙ্গে বইতেই বিপিএলকে ঢেলে সাজানোর পথে হাঁটছে বিসিবি। প্রায় ৬ ঘণ্টার ম্যারাথন বোর্ড সভা শেষে বিসিবি জানাল—আসছে মৌসুম থেকে বিপিএলে আসছে ব্যাপক পরিবর্তন।


বিপিএলের দ্বাদশ আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর-জানুয়ারি উইন্ডোতে। এই আসর থেকে বিদেশি কোনো প্রখ্যাত স্পোর্টস ম্যানেজমেন্ট এজেন্সিকে পুরো টুর্নামেন্টের দায়িত্ব দেওয়া হবে—যেমনটি আইপিএল বা পিএসএলে দেখা যায়। এতে করে পেশাদারিত্ব ও স্বচ্ছতা বাড়বে বলে আশা বিসিবির।


আগামী চক্রে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা দেওয়া হবে ৫ বছরের জন্য, আগের তিন বছরের বদলে। ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনা করে নতুন রেভিনিউ শেয়ারিং ভিত্তিক আর্থিক মডেল তৈরি করা হবে, যা আগের কাঠামো থেকে সম্পূর্ণ আলাদা হবে। বিসিবি এবার বিপিএল কমিটিতে বোর্ডের বাইরের বিশেষজ্ঞদেরও যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, যেন আয়োজনে থাকে পূর্ণ স্বচ্ছতা।


সর্বশেষ বড় সিদ্ধান্ত - প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজির জন্য খুলে দেওয়া হচ্ছে বিপিএলের দরজা। নির্ধারিত ক্রাইটেরিয়া ও সরকারের নীতিমালার আওতায় বিদেশি বিনিয়োগকারীরাও এবার বিপিএলে দল নিতে পারবে।


বিপিএলের সম্ভাব্য সময়কাল নির্ধারণ করা হয়েছে জাতীয় নির্বাচনের আগে, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা থাকবে না বলে জানিয়েছে বিসিবি। সব মিলিয়ে এবারকার বিপিএল হতে যাচ্ছে আগের সব আসরের চেয়ে আলাদা, নতুন রূপে আরও পেশাদার, আরও প্রতিযোগিতামূলক—এমনই ইঙ্গিত দিল বিসিবির বোর্ড সভা ও সংবাদ সম্মেলন।