অনিশ্চয়তায় ভারত সিরিজ, সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় বিসিসিআই!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৫ ১১:০০

আপডেট: ১ জুলাই, ২০২৫ ১৭:১৮

শেয়ার

অনিশ্চয়তায় ভারত সিরিজ, সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় বিসিসিআই!

প্রায় আড়াই মাস আগে ঘোষণা হয়েছিল সূচি। আগস্টে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত—এমনই ছিল আইসিসি ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি)-তে ঠিক করা পরিকল্পনা। কিন্তু সেই বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক সিরিজ নিয়েই এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। রোহিত শর্মা, বিরাট কোহলিদের বাংলাদেশে আসা নির্ভর করছে ভারত সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর—জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।


সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের দীর্ঘ ছয় ঘণ্টার সভা শেষে সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানান বোর্ড সভাপতি। বলেন, “বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা চলছে। খুব শিগগির হয়তো আমরা জানাতে পারব কী হচ্ছে। ইতিবাচক আলোচনাই হচ্ছে।” তবে সরকারের সিদ্ধান্ত ছাড়া ভারতীয় দল সফরে আসবে না—এমনটা ইঙ্গিতও পাওয়া গেছে তার কথায়।

 

সূচি অনুযায়ী, ১৩ আগস্ট বাংলাদেশে পা রাখার কথা ভারতের, আর ১৭ আগস্ট মিরপুরে মাঠে গড়ানোর কথা সিরিজের প্রথম ওয়ানডে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও নিশ্চিত করেনি সফরটি নিয়ে। বিসিবি বলছে, তারা পূর্ণ প্রস্তুতি নিয়েই অপেক্ষায় আছে, কিন্তু প্রয়োজনে সিরিজটি পরবর্তী কোনো ফাঁকা উইন্ডোতেও আয়োজনের পরিকল্পনা আছে।


সাম্প্রতিক সময়ে ভারতের জাতীয় দল ইংল্যান্ডে রয়েছে, আর তাদের অনূর্ধ্ব-২৩ দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় সফর সংশ্লিষ্ট বিষয়ে জটিলতা বেড়েছে। বিসিবি সভাপতি বলেন, “তাদের বোর্ড সরকার পক্ষের কিছু সিদ্ধান্তের অপেক্ষায় আছে। তবে আমাদের সঙ্গে যে পর্যায়ে আলোচনা হয়েছে, এখনও আমরা আশাবাদী।”


প্রসঙ্গত, পাকিস্তান সফরের মতো দ্বিপাক্ষিক সফরে ভারত সরকার আগে থেকেই সরাসরি অনুমতির শর্ত রাখে। বাংলাদেশ সফরেও এমন সরকারি সিদ্ধান্তকেই এখন চূড়ান্ত বলে মনে করছে বিসিবি। তবে সিরিজটি যথাসময়ে আয়োজনের ব্যাপারে এখনো আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড।