বৃষ্টির বিরতির পর আবারও মাঠে গড়াবে খেলা, বাংলাদেশ সময় ৩:২৫-এ শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ১৫:১৫

আপডেট: ২৫ জুন, ২০২৫ ১৫:৩৬

শেয়ার

বৃষ্টির বিরতির পর আবারও মাঠে গড়াবে খেলা, বাংলাদেশ সময় ৩:২৫-এ শুরু
এসএসসি গ্রাউন্ডের সর্বশেষ অবস্থা। ছবি: সংগৃহীত

কলম্বো টেস্টে বৃষ্টির কারণে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। তবে আবহাওয়া পরিষ্কার হওয়ায় আবারও মাঠে গড়াতে যাচ্ছে দ্বিতীয় দিনের খেলা। বাংলাদেশ সময় ঠিক বিকেল ৩টা ২৫ মিনিটে পুনরায় শুরু হবে ম্যাচ।

 

কলম্বোর এসএসসি গ্রাউন্ডে কভার দেওয়ার আগেই কিছুটা ভিজে গিয়েছিল একটি নির্দিষ্ট অংশ, সেটি শুকানোর কাজ চলছে পুরোদমে। মাঠের বাকি অংশ ইতোমধ্যে খেলার উপযোগী হয়ে গেছে।

 

আজকের দিনের চা বিরতি নির্ধারিত হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে এবং দিনের খেলা শেষ হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। খেলা যতটা সম্ভব সময়ের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে ম্যাচ অফিসিয়ালরা।

 

বৃষ্টির আগে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩.২ ওভারে ৯০/৪। এখন দেখার পালা, বিরতির পর কতটা ছন্দে ফিরতে পারে লিটন-মুশফিক জুটি।