কলম্বো টেস্টে বৃষ্টির হানা, থেমে গেল বাংলাদেশের ইনিংস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ১৪:৩৭

শেয়ার

কলম্বো টেস্টে বৃষ্টির হানা, থেমে গেল বাংলাদেশের ইনিংস
বৃষ্টির কারণে কলম্বো টেস্ট সাময়িকভাবে বন্ধ। ছবি: সংগৃহীত

কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে হঠাৎ বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। ৩৪তম ওভারে আসিথা ফার্নান্দোর দ্বিতীয় বলের পরই নামতে শুরু করে বৃষ্টি, এরপরই আম্পায়াররা খেলায় বিরতি ঘোষণা করেন।

 

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩.২ ওভারে ৯০ রান ৪ উইকেট হারিয়ে। পঞ্চম উইকেটে লিটন দাস ও মুশফিকুর রহিম মিলে গড়েছেন ২৬ বলে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটি। দুই ব্যাটারই এখন পর্যন্ত অপরাজিত রয়েছেন—লিটন ১২ বলে ৮ রান এবং মুশফিক ১৫ বলে করেছেন ৭ রান।

 

এর আগে শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল বাংলাদেশ। তবে বৃষ্টিতে আপাতত খেলা বন্ধ থাকায় অপেক্ষা বাড়ছে দুই দলের জন্যই। মাঠকর্মীরা কভার দিয়ে ঢেকে দিয়েছেন উইকেট ও আউটফিল্ড। এখন সবকিছু নির্ভর করছে আবহাওয়ার উন্নতির ওপর।