গলে যেমন, কলম্বোতেও তেমন - বিজয়ের হতাশা অব্যাহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ১১:২০

আপডেট: ২৫ জুন, ২০২৫ ১৩:৪৮

শেয়ার

গলে যেমন, কলম্বোতেও তেমন - বিজয়ের হতাশা অব্যাহত
আউট হওয়ার পর এনামুল হক বিজয়। ছবি: সংগৃহীত

গল টেস্টের মতো কলম্বো টেস্টেও এনামুল হক বিজয়ের ওপর ভরসা রেখেছিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হলেন তিনি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ঠিক আগের টেস্টের মতোই ১০ বল খেলে রানের খাতা খুলতে পারেননি ওপেনার বিজয়। শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন সাজঘরে।

 

২৫ জুন শুরু হওয়া কলম্বো টেস্টে উদ্বোধনী জুটিতে বিজয়ের সঙ্গী ছিলেন সাদমান ইসলাম। কিন্তু দ্বিতীয় ওভারে দ্রুত ধাক্কা খায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে সফরকারীদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৫ রান। ২২ বল মোকাবেলা করে ৫ রানে অপরাজিত আছেন সাদমান, তার সঙ্গে উইকেটে আছেন মুমিনুল হক, যিনি এখনো রানের খাতা খুলতে পারেননি (৪ বল)।

 

গল টেস্টের প্রথম ইনিংসেও ১০ বল খেলে শূন্য রানে ফিরেছিলেন বিজয়। টানা দুই টেস্টে একই পরিণতির ফলে তার ফর্ম নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেট মহলে। ওপেনার হিসেবে তার দায়িত্ব পালনে ব্যর্থতা দলকেও ফেলছে চাপে।