কলম্বো টেস্টে সিরিজ জয়ের মিশনে মুখোমুখি শ্রীলঙ্কা-বাংলাদেশ, দুই দলে বেশ কয়েকটি পরিবর্তন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ জুন, ২০২৫ ১০:৩০

শেয়ার

কলম্বো টেস্টে সিরিজ জয়ের মিশনে মুখোমুখি শ্রীলঙ্কা-বাংলাদেশ, দুই দলে বেশ কয়েকটি পরিবর্তন
মিরাজ (বামে) ও সোনাল দিনুশা, কুশাল মেন্ডিস (ডানে) ছবি: সংগৃহীত

কলম্বোতে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। গলে প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজে এখনো সমতা বিরাজ করছে। তাই সিরিজ নিজেদের করে নিতে দুই দলই কলম্বোর এই ম্যাচকে সামনে রেখে জয়ের জন্য মুখিয়ে রয়েছে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

 

এই ম্যাচে টাইগারদের একাদশে এসেছে দুটি পরিবর্তন। অসুস্থতার কারণে গলে খেলতে না পারা মেহেদী হাসান মিরাজ ফিরেছেন একাদশে। তার জায়গা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিককে বাইরে রেখে। অন্যদিকে ইনজুরির কারণে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরানো হয়েছে ইবাদত হোসেন চৌধুরীকে, যিনি প্রায় দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এই ম্যাচ দিয়ে।

 

শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কার একাদশেও এসেছে পরিবর্তন। লঙ্কান শিবিরে টেস্ট অভিষেক হয়েছে অলরাউন্ডার সোনাল দিনুশার। তিনিও দলে এসেছেন চমক হিসেবে।

 

দুই দলের একাদশে অভিজ্ঞতার পাশাপাশি কিছু নতুন মুখের সমন্বয়ে রোমাঞ্চকর এক লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে কলম্বোতে। এখন দেখার বিষয়, কোন দল নিজেদের সেরা খেলাটা তুলে ধরে সিরিজ নিশ্চিত করতে পারে।