শিরোনাম
.jpg)
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স। ছবি: সংগৃহীত
গলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ড্র করে সিরিজে কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। পাঁচ দিন লড়াইয়ের পর ড্র হওয়া ম্যাচে হার এড়ানোটা একপ্রকার স্বস্তির হলেও, শেষ দিকে জয়ের জন্য সাহসী উদ্যোগ না নেওয়ায় কিছুটা সমালোচনার মুখেও পড়তে হয়েছে টাইগারদের। তবে প্রধান কোচ ফিল সিমন্স মনে করেন, দল সঠিক পথেই আছে এবং দ্বিতীয় টেস্টে জয় পেতে মরিয়া তারা।
২৫ জুন থেকে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শুরু হবে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচেই ঠিক হবে কারা জিতবে দুই ম্যাচের এই সিরিজ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, “শ্রীলঙ্কা ঘরের মাঠে দুর্দান্ত দল। তাদের বিপক্ষে জিততে হলে সেরাটা দিতে হবে। গল টেস্টেও আমরা জেতার চেষ্টা করেছি। কিন্তু উইকেট ছিল ব্যাটারদের পক্ষে এবং শেষ দিকে দুই বাঁহাতি স্পিনারকে সামলানো কঠিন হয়ে যাচ্ছিল। তার ওপর বৃষ্টিতে অনেক ওভার নষ্ট হয়ে যায়, তাই আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়।”
প্রথম ম্যাচে ড্র করাটা দলের আত্মবিশ্বাস ফেরাতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি। শ্রীলঙ্কার মাটিতে অতীতে অনেকবার হেরে আসা বাংলাদেশ এবার অন্তত প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে, সেটাই ইতিবাচক।
এছাড়া দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোট নিয়ে সিমন্স আশ্বস্ত করেছেন, “শান্তর আঙুলে হালকা চোট ছিল, তবে সে এখন ভালো আছে। তার খেলার সম্ভাবনা আছে।”
দুই দলেরই এখন সমান সুযোগ সিরিজ জিতে নেওয়ার। কলম্বোর এই ম্যাচে জয় নির্ধারণ করবে সিরিজের ভাগ্য। তবে তার থেকেও বড় প্রশ্ন, বাংলাদেশ কি এবার ইতিহাস গড়তে পারবে শ্রীলঙ্কার মাটিতে?
আরও পড়ুন: