প্রস্তুত এবং উপযুক্ত হিসেবে নাঈম শেখ ফেরায় বাদ সৌম্য সরকার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৫ ১৮:০৫

শেয়ার

 প্রস্তুত এবং উপযুক্ত হিসেবে নাঈম শেখ ফেরায় বাদ সৌম্য সরকার

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন দুই বছর আগে বাদ পড়া মোহাম্মদ নাঈম শেখ। তবে বাদ পড়েছেন অভিজ্ঞ সৌম্য সরকার, যিনি ছিলেন এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।


সাম্প্রতিক ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দারুণ ফর্মে থাকা বাঁহাতি ওপেনার নাঈম বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ঢাকা লিগেও রান করেছেন ধারাবাহিকভাবে। জাতীয় দলে তাঁর ফেরাটা তাই প্রত্যাশিতই ছিল।


প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, “তৃতীয় ওপেনার হিসেবে যাকে সবচেয়ে প্রস্তুত এবং উপযুক্ত মনে হয়েছে, সেই বিবেচনায় দলে নেওয়া হয়েছে নাঈমকে।”


অন্যদিকে, বাদ পড়া সৌম্য সরকারের বিষয়ে লিপু বলেন, “সৌম্য সরকারের ১০ বছরের আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। আমরা চাই তিনি নিজেকে আরও প্রস্তুত করুন। তিনি আমাদের পরিকল্পনার বাইরে নন।”


এদিকে বর্তমানে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ দল। গল টেস্ট ড্র হওয়ার পর ২৫ জুন কলম্বোতে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপর ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।


ওয়ানডে সিরিজে কেমন পারফর্ম করে নাঈম, সেটিই এখন আগ্রহের বিষয়। পাশাপাশি সৌম্যর ভবিষ্যৎ দলে ফেরা নির্ভর করছে তাঁর ধারাবাহিকতা ও প্রস্তুতির ওপর।