শিরোনাম

মুশফিকুর রহিমের সাথে ক্রিজে নাজমুল হোসেন শান্ত। ছবি: সংগৃহীত।
গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করে বাংলাদেশ দল। তবে ম্যাচ শেষে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে টাইগারদের ব্যাটিংয়ের গতি ও সিদ্ধান্ত। অনেকেই মনে করেন, শেষ ইনিংসে আরও আগেভাগে ইনিংস ঘোষণা করলে জয়ের সম্ভাবনা তৈরি হতো। কেউ কেউ সরাসরি অভিযোগ তুলেছেন—ব্যক্তিগত রেকর্ডের মোহে পড়েই ধীরে ব্যাট করেছেন খেলোয়াড়রা।
তবে সেই অভিযোগের জোরালো জবাব দিয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাফ জানিয়ে দিয়েছেন, "ব্যক্তিগত মাইলফলকের জন্য আমাদের ড্রেসিংরুমে কেউ খেলে না।"
শান্ত বলেন, "হয়তো ঝুঁকি নেওয়া যেত, কিংবা আরও আগে ডিক্লেয়ার করাও যেত—এটা অনেকেই বলছেন। তবে না জেনে কারো বিরুদ্ধে এমন আক্রমণাত্মক মন্তব্য করা ঠিক নয়। আমরা সব সিদ্ধান্তই কন্ডিশন, দলের অবস্থা এবং কোচিং স্টাফের সঙ্গে আলোচনার ভিত্তিতে নিয়েছি।"
বিশ্বস্ততা ঝরেছে শান্তর ব্যাখ্যায়। তিনি মনে করেন, "শ্রীলঙ্কার মাটিতে আমাদের তেমন ভালো রেকর্ড নেই। সেই জায়গা থেকে গলের মতো কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতা করে ড্র করাটা ইতিবাচক। আমরা ম্যাচটা ভালোভাবেই শেষ করেছি।"
মুশফিকুর রহিমের ৪৯ রানে থেমে যাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। কেউ কেউ বলেছেন, মাইলফলকের চিন্তায় সময় নষ্ট হয়েছে। শান্ত তা খণ্ডন করে বলেন, "মুশফিক ভাই এত বছর ক্রিকেট খেলেছেন, ওই এক রান পেলে তাঁর অর্জনে বড় কিছু যোগ হতো—আমার তা মনে হয় না। উনি সব সময় দলের জন্য খেলেন, সেটা সবাই জানে।"
সমালোচিত ইনিংস ঘোষণার দেরির ব্যাখ্যায় শান্ত জানান, "আমরা তখনই ইনিংস ঘোষণা করতাম যদি উইকেট একটু বেশি ভাঙত বা বোলারদের হাতে আরও অভিজ্ঞতা থাকত। কিন্তু আমাদের বোলিং আক্রমণে তখন তাসকিন, মিরাজ ছিল না—এটা আমাদের হিসাব বদলে দিয়েছে। বৃষ্টির কারণে পরিকল্পনাও ঠিকভাবে কাজে লাগানো যায়নি।"
শেষে একরকম অনুরোধ করেই শান্ত বলেন, "সবকিছু না জেনে সমালোচনা করা ঠিক না। আমরা সবাই খুব খুশি যে ম্যাচটা সম্মানজনকভাবে শেষ করতে পেরেছি।"
নতুন নেতৃত্বে বাংলাদেশ দল গল টেস্টে যেভাবে লড়েছে, সেটা হোক সমালোচনার নয়, আত্মবিশ্বাসের ভিত্তি।
আরও পড়ুন: