শিরোনাম

নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বে বড় পরিবর্তন—ওয়ানডে দলের অধিনায়কত্ব হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় হঠাৎ করেই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের হাতে। বিসিবির এমন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। আর সেই জল্পনায় যেন ঘি ঢেলে দিয়েছেন শান্ত নিজেই।
বর্তমানে শ্রীলঙ্কার মাটিতে দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে ব্যস্ত বাঁহাতি এই ব্যাটার। তবে হঠাৎ করে ওয়ানডে থেকে অধিনায়কত্ব হারানো প্রসঙ্গে প্রশ্ন করা হলে শান্ত স্পষ্ট করে কোনো মন্তব্য করতে চাননি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে কেবল বলেছেন, "নো কমেন্টস।"
শুধু তাই নয়, ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ দাবি করেছে, ওয়ানডের নেতৃত্ব হারানোতে আভিমানে টেস্ট নেতৃত্বও ছাড়ার কথা ভাবছেন শান্ত। তবে এ ব্যাপারেও এখনই মুখ খুলছেন না তিনি। টেস্ট ম্যাচকে সামনে রেখে শান্ত বলেন, "আলোচনা তো আগে থেকেই হচ্ছে, আলোচনা হতে থাক। আমি এ বিষয়ে এখন কিছু বলতে চাই না। কারণ দুইদিন পর টেস্ট ম্যাচ। সেদিকেই মনোযোগ রাখতে চাই, একজন অধিনায়ক ও ব্যাটার হিসেবে ভালোভাবে কন্ট্রিবিউট করতে চাই।"
তাহলে কি পারফরম্যান্সের মধ্যেই থেকে নেতৃত্ব ছাড়বেন? এমন প্রশ্নে শান্তর কৌশলী জবাব, "ভালো খেলেই দায়িত্ব ছেড়ে দিতে হবে এমন নয়। আবার খারাপ খেললে রাখা যাবে না এমনও না। দলের ভালো যেটা, সেটাই করতে হবে।"
একটা বিষয় স্পষ্ট—দলের মধ্যে নেতৃত্ব নিয়ে অসন্তোষ বা অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত মিলছে। তবে শান্ত নিজে এখনও সব প্রশ্নের জবাব রাখছেন সময়ের হাতে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ২৫ জুন, কলম্বোতে। সে ম্যাচেই হয়তো দেখা যাবে শান্তর নেতৃত্বের শেষ ঝলক, অথবা নতুন করে আবার শুরু।
বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা হতে পারে এক ‘টার্নিং পয়েন্ট’ মুহূর্ত।
আরও পড়ুন: