রাজশাহীতে আন্তর্জাতিক খেলা ও বিপিএল আয়োজনের আভাস বিসিবির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ১৬:০৩

আপডেট: ২২ জুন, ২০২৫ ১৬:১২

শেয়ার

রাজশাহীতে আন্তর্জাতিক খেলা ও বিপিএল আয়োজনের আভাস বিসিবির

অনেকদিন ধরেই চলছিল গুঞ্জন, রাজশাহীতে হতে পারে বিপিএলের ম্যাচ। এবার সেই গুঞ্জনে সত্যতার ছোঁয়া দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ দুই কর্তা। রাজশাহীতে আন্তর্জাতিক খেলা ও বিপিএল আয়োজনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।


বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের সাত বিভাগে নানা আয়োজন করছে বিসিবি। তারই অংশ হিসেবে রাজশাহীতে গিয়ে মাঠ পরিদর্শন করেন তারা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাহবুব আনাম বলেন, “রাজশাহী বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছিল। এরপর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও হয়েছে। তবে অনেকদিন বড় কোনো ম্যাচ হয়নি। এবার ইমার্জিং দলের খেলা হয়েছে এখানে, আগামী বছর আমরা এখানে বিপিএলের ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছি।”


তিনি আরও বলেন, “দর্শক আর খেলোয়াড়দের উৎসাহ ছাড়া খেলাগুলো ছড়িয়ে দেওয়া সম্ভব নয়। তাই আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) কিছু প্রস্তাব দিয়েছি, যাতে রাজশাহীর মাঠ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের উপযুক্ত হয়। আশাবাদী, তারা এগুলো বাস্তবায়ন করবে।”


সম্প্রতি রাজশাহীতে বাংলাদেশ ইমার্জিং দলের খেলা দেখতে ছিল উপচে পড়া ভিড়। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে সেই ম্যাচে আকবর আলিদের পারফরম্যান্সের সঙ্গে মাঠের মানও নজর কাড়ে। মাঠ ও আউটফিল্ডের প্রশংসা করেছেন স্বয়ং বিসিবি সভাপতি বুলবুল।


তিনি বলেন, “এত সুন্দর আউটফিল্ড অনেক দেশেও নেই। উইকেটও দারুণ। দেশব্যাপী এ ধরনের ফ্যাসিলিটি তৈরি করতে পারলে মাঠ স্বয়ংক্রিয়ভাবেই আন্তর্জাতিক মানে পৌঁছে যাবে।”


সব মিলিয়ে, দীর্ঘ প্রতীক্ষার পর রাজশাহীবাসী হয়তো আগামী বছরই দেখতে পাবে বিপিএলের ঝলক বা আন্তর্জাতিক ম্যাচের উত্তাপ। এখন শুধু প্রয়োজন মাঠটির কিছু কাঠামোগত উন্নয়ন আর তারপর রাজশাহীর মাটিতেই ফিরতে পারে বড় মঞ্চের ক্রিকেট।