শিরোনাম

কানাডা ক্রিকেট দল। ছবি: সংগৃহীত।
টানা পাঁচ জয়ে আমেরিকা অঞ্চলের কোয়ালিফায়ার রাউন্ডের শীর্ষস্থান নিশ্চিত করেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। এই নিয়ে দ্বিতীয়বারের মতো এই বৈশ্বিক আসরে খেলবে দলটি।
রবিবার অন্টারিওতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে কানাডা নিশ্চিত করে আসরের ১৩তম দল হিসেবে বিশ্বকাপে খেলার টিকিট। চার দলের এই টুর্নামেন্টে বারমুডা ও কেম্যান আইল্যান্ডস ছিল অন্যান্য প্রতিদ্বন্দ্বী। তবে আগেই বিশ্বকাপে জায়গা করে রাখা যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিতে ঘরের মাঠে পরিষ্কার ফেবারিট ছিল কানাডা—এবং তারা প্রত্যাশা পূরণে একটুও ভুল করেনি।
তাদের জয়গুলো ছিল যথাক্রমে—১১০ রানে, ৫৯ রানে, ১০ উইকেটে, ৪২ রানে এবং সর্বশেষ ৭ উইকেটে। বাহামাসকে তারা গুটিয়ে দেয় মাত্র ৫৭ রানে, ১৯.৫ ওভারে। বোলারদের মধ্যে কালিম সানা ৪ ওভারে মাত্র ৬ রানে ৩ উইকেট নেন, অনশ প্যাটেল ২ উইকেট দেন ৭ রানে, আর শিভম শর্মা ২.৫ ওভারে ১৬ রানে শিকার করেন ৩ উইকেট।
লক্ষ্য তাড়ায় কানাডার ব্যাটাররা সময় নষ্ট করেননি। মাত্র ৫.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যান। দিলপ্রীত বাজওয়া খেলেন ১৪ বলে অপরাজিত ৩৬ রানের ঝড়ো ইনিংস। এর আগে ২০২৪ সালের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসরেও তারা খেলেছিল একই বাছাইয়ের পথ ধরে।
আগামী বিশ্বকাপে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও ইতোমধ্যে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বাকি সাতটি দল বাছাই হবে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কোয়ালিফায়ার থেকে। তাদের কোয়ালিফায়ারের শেষ ম্যাচ বারমুডার বিপক্ষে, রোববার। তবে বিশ্বকাপে যাওয়ার পথে তাতে আর কোনো প্রভাব পড়ছে না।
আরও পড়ুন: