সিরি আ চ্যাম্পিয়ন নাপোলিকে হারিয়ে ম্যানচেস্টার সিটির শুভসূচনা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩০

আপডেট: ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১১

শেয়ার

সিরি আ চ্যাম্পিয়ন নাপোলিকে হারিয়ে ম্যানচেস্টার সিটির শুভসূচনা
সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ড হলান্ডের গোল উদযাপন। ছবি: সংগৃহীত।

চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে যাত্রা শুরু করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে স্থানীয় সময়  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে নাপোলিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দারুণ করেছে পেপ গুয়ার্দিওলার দল। ম্যাচের শুরুতেই লাল কার্ডের ধাক্কা খেয়ে নাপোলি রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। তবে তাতেও শেষ রক্ষা হয়নি; আর্লিং হলান্ড ও জেরেমি ডোকুর গোলেই জয় পায় পেপ গুয়ার্দিওলার দল।

 

২১ মিনিটেই ম্যাচের মোড় ঘুরে যায়। সিটির নরওয়েজিয়ান ফরোয়ার্ডকে ডি-বক্সের বাইরে ফাউল করেন দি লরেন্সো। ভিএআরের সাহায্যে রেফারি দেখান সরাসরি লাল কার্ড। এক খেলোয়াড় কম নিয়ে নামতে বাধ্য হয় নাপোলি। গোলরক্ষক মিলিনকোভিচ-সাভিচ প্রথমার্ধে কয়েকটি দারুণ সেভ করে দলকে টিকিয়ে রাখলেও চাপ সামাল দিতে হিমশিম খায় তারা। বিরতিতে যাওয়ার আগেই সিটি নেয় ১৬টি শট, যার ৫টি লক্ষ্যে। নাপোলি নিতে পারে মাত্র একটি।

 

দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও জোরদার করে সিটি। ৫৬তম মিনিটে ফিল ফোডেনের থ্রু পেয়ে হেডে জাল খুঁজে নেন হলান্ড। এ গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে দ্রুততম ৫০ গোলের কীর্তি গড়েন তিনি, মাত্র ৪৯ ম্যাচে। আগের রেকর্ডটি ছিল রুড ফন নিস্টলরয়ের, যিনি ছুঁয়েছিলেন ৬২ ম্যাচে।

 

এর কিছুক্ষণ পরই উজ্জ্বল নৈপুণ্যে ব্যবধান বাড়ান ডোকু। ডি-বক্সের মুখে সতীর্থের পাস ধরে চারজন ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে জালের দেখা পান এই বেলজিয়ান ফরোয়ার্ড।

 

শেষ দিকে সিটির আক্রমণের তীব্রতা কিছুটা কমলেও নাপোলি ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পায়নি। পুরো ম্যাচে গোলমুখে তাদের একমাত্র প্রচেষ্টাই থেকে গেছে প্রথমার্ধে।