শিরোনাম
.jpg)
পিএসজি ফুটবলারদের গোল উদযাপন। ছবি: সংগৃহীত।
প্যারিসে ইউরোপের সেরার অভিযানের শুরুটা দারুণভাবে হলো পিএসজির। আতালান্তার ওপর প্রায় পুরো ম্যাচ জুড়ে আধিপত্য দেখিয়ে মাঠ ছাড়ল লুইস এনরিকের দল, ৪-০ গোলে জয় দিয়ে দর্শকদের মুগ্ধ করলো তারা।
অধিনায়ক মার্কিনিয়োস দলকে এগিয়ে নিলেন ম্যাচের তৃতীয় মিনিটে, তারপর প্রথমার্ধেই ব্যবধান বাড়ালেন জর্জিয়ান ফরোয়ার্ড খাভিচা কাভারাৎস্খেলিয়া। দ্বিতীয়ার্ধে পিএসজি আরও দুটি গোলে ভাসায় আতালান্তাকে। নুনো মেন্দেস ও গন্সালো রামোস গোল করে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।
ম্যাচের শুরু থেকেই পিএসজি একের পর এক আক্রমণ করছিল। প্রথম ২০ মিনিটে তাদের পজেশন ছিল প্রায় ৭০ শতাংশ, এবং সেই সময়ে ৯টি শট নেয় তারা, যার মধ্যে ৫টি লক্ষ্যভেদ। আতালান্তা এমন চাপ সামলাতে পারছিল না। ৩৯তম মিনিটে কাভারাৎস্খেলিয়ার গোলে ব্যবধান দ্বিগুণ হয়, যা আসে আশরাফ হাকিমির পারফেক্ট পাস থেকে।
প্রথমার্ধের শেষ দিকে মার্কসিয়াস ডি-বক্সে ফাউলের শিকার হন, যা থেকে পিএসজিকে পেনাল্টি দেওয়া হয়। কিন্তু ব্রাডলি বার্কোলা সেই সুযোগ কাজে লাগাতে পারেননি, গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি স্পট কিক আটকান।
দ্বিতীয়ার্ধে পিএসজি আরও দৃঢ় হয়ে খেলতে থাকে। বার্কোলার পাস ধরে পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস দুরূহ কোণ থেকে গোল করেন। যোগ করা সময়ের প্রথম মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড গন্সালো রামোস বাঁ পায়ের শটে আতালান্তার জালের মধ্যে শেষ পেরেক ঠুকে দেন।
আরও পড়ুন: