শিরোনাম
.jpg)
জয়সূচক গোল করে ভার্জিল ফন ডাইকের উল্লাস। ছবি: সংগৃহীত।
মোহামেদ সালাহকে শুধু গোলমেশিন হিসেবে দেখলে হবে না, তিনি লিভারপুলের রোমাঞ্চকর জয়ের নায়কও। সতীর্থের জন্য সুযোগ তৈরি করার পর নিজের স্কিল দিয়ে জালে বল পাঠিয়ে দলকে এগিয়ে নিলেন তিনি। বিরতির আগে আতলেতিকো মাদ্রিদ ব্যবধান কমিয়ে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে এনেছিল, কিন্তু শেষ পর্যন্ত লিভারপুলই হাসি হাসল।
অ্যানফিল্ডে স্থানীয় সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ম্যাচে লিভারপুল ৩-২ গোলে জয় তুলে নিল। অ্যান্ডি রবার্টসনের গোলে শুরুতে এগিয়ে যায় স্বাগতিকরা। পরে সালাহ ব্যবধান বাড়িয়ে আরও নিশ্চিত করেন দলের জয়। আতলেতিকোর মার্কোস ইয়োরেন্তের দুই গোলে ফিরিয়ে আনার চেষ্টা করলেও, শেষ মুহূর্তে ভার্জিল ফন ডাইকের এক গুরুত্বপূর্ণ গোল আতলেতিকোর আশা গুঁড়িয়ে দেয়।
লিভারপুলের মাঠে উত্তেজনার শুরুটাই ছিল বিদ্যুৎগতিতে। ম্যাচের প্রথম ছয় মিনিটের মধ্যেই জালে বল পাঠায় তারা, এবং দুই গোলেই জড়িয়ে ছিল দলের তারকা স্ট্রাইকার মোহামেদ সালাহর নাম।
চতুর্থ মিনিটে সালাহের নেওয়া নিচু ফ্রি কিকের অল্প স্পর্শে বলের দিক পরিবর্তন করেন অ্যান্ডি রবার্টসন, এবং জালের মধ্যে গিয়ে আটকান আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক, যে ম্যাচে খেলছিলেন তার ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ। মাত্র দুই মিনিট পর আবারও নিজের কারিশ্মায় ব্যবধান বাড়ান সালাহ। ডি-বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে নিচু শটে বল জালে পাঠান মিশরের ফরোয়ার্ড।
ম্যাচের প্রথম ১৫ মিনিটে আরও একবার গোল হওয়ার সুযোগ আসে, কিন্তু এবার তার জোরাল শট পোস্টে থামে। ৪১তম মিনিটে লিভারপুলের নতুন খেলোয়াড় আলেকসান্দার ইসাকের শটও আটকান ওবলাক, পরের মিনিটে ফ্লোহিয়ান ভিয়েৎসের ডি-বক্সে নেওয়া শটও বিপজ্জনক অবস্থায় থামে গোলরক্ষকের চ্যালেঞ্জে।
তবে আতলেতিকো হাল ছাড়ে না। জাকোমো রাসপাদোরির পাস ধরে ডি-বক্সে নেওয়া কোনাকুনি শটে আলিসনকে পরাস্ত করে গোল করে মার্কোস ইয়োরেন্তে। এটিই ছিল তাদের লক্ষ্যভেদী দ্বিতীয় শট।
৬৫তম মিনিটে সালাহ ফাঁকা অবস্থান থেকে শট নিলেও পোস্টে আটকে যায় গোল। পরের দিকে, ৮১তম মিনিটে ইয়োরেন্তে ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা ফিরিয়ে আনেন, স্প্যানিশ মিডফিল্ডারের চমৎকার গোলে।
শেষের দিকে লিভারপুল মরিয়া হয়ে ওঠে। টানা আক্রমণে কর্নার থেকে গোলের সুযোগ আসে, এবং যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অধিনায়ক ভার্জিল ফন ডাইক হেডে জালে বল পাঠিয়ে দলের জন্য রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন।
আরও পড়ুন: