এমবাপ্পের জোড়া পেনাল্টিতে রিয়ালের ঐতিহাসিক জয়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৮

শেয়ার


এমবাপ্পের জোড়া পেনাল্টিতে রিয়ালের ঐতিহাসিক জয়
কিলিয়ান এমবাপে দলকে এগিয়ে নেওয়ার পর তাকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: রয়টার্স

চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী রাতে মার্শেইকে হারিয়ে ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে ১০ জনের দলে পরিণত হয়েও কিলিয়ান এমবাপ্পের জোড়া পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ১৫ বারের চ্যাম্পিয়নরা। এ জয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার নতুন ইতিহাস গড়েছে রিয়াল—রিব্র্যান্ডিংয়ের পর প্রথম দল হিসেবে ২০০ ম্যাচ জয়ের মাইলফলকে পৌঁছাল তারা।


ম্যাচের শুরুতে তবে চাপের মুখে পড়ে মাদ্রিদ। নবাগত আরদা গুলারের বল কেড়ে নিয়ে দুর্দান্ত আক্রমণ সাজান মেসন গ্রিনউড। তার পাস থেকে গোল করেন যুক্তরাষ্ট্রের তরুণ টিমোথি উইয়াহ, যিনি কিংবদন্তি জর্জ উইয়াহর ছেলে। তবে ২৯তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরান এমবাপ্পে। 

এরপর ৭২ মিনিটে ক্যাপ্টেন দানি কারভাহাল লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সংখ্যাগত দিক থেকে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবুও ৮১ মিনিটে আরেকটি স্পট কিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন ফরাসি তারকা।


নতুন কোচ সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো পেলেন তাঁর চ্যাম্পিয়নস লিগ ডাগআউটে প্রথম জয়। তবে উদ্বেগও আছে—ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের অভিষেক টিকল মাত্র পাঁচ মিনিট; চোটের কারণে তাঁকে তুলে নিতে হয়। ম্যাচের আগে মার্শেই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলেও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।