লুইজ জুনিয়রের আত্মঘাতী গোলে ভিলারিয়াল পরাস্ত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৩:১৪

শেয়ার

লুইজ জুনিয়রের আত্মঘাতী গোলে ভিলারিয়াল পরাস্ত
ভিয়ারিয়াল–টটেনহ্যাম ম্যাচে ফয়থ-জুনিয়রের লড়াই। ছবি: রয়টার্স

প্রায় এক হাজার দিন পর চ্যাম্পিয়নস লিগে ফেরা টটেনহ্যাম হটস্পার শুরুটা করেছে জয় দিয়ে। মঙ্গলবার নিজেদের মাঠে স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে লন্ডন ক্লাবটি। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে ভিলারিয়াল গোলকিপার লুইজ জুনিয়রের আত্মঘাতী গোলে।


খেলা শুরুর মাত্র চার মিনিটের মাথায় লুকাস বার্গভালের ক্রস ভুলভাবে ধরতে গিয়ে বলটিকে নিজের গোলে ঢুকিয়ে বসেন জুনিয়র। এর পর থেকে ম্যাচটা আর সহজ হয়নি টটেনহ্যামের জন্য। বিশেষ করে ভিলারিয়ালের হয়ে খেলতে নামা আর্সেনালের সাবেক ফরোয়ার্ড নিকোলাস পেপে একাধিক সুযোগ তৈরি করেছিলেন। ম্যাচের শেষ দিকে তার নেওয়া ফ্রি-কিক অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়।


তবে রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখে টটেনহ্যাম। এ মৌসুমে প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করা দলটি চ্যাম্পিয়নস লিগ অভিযানে শুরুতেই সংগ্রহ করেছে মূল্যবান তিন পয়েন্ট।


আগামী ম্যাচে টটেনহ্যাম খেলতে যাবে নরওয়ের বোডো/গ্লিমটের মাঠে, অন্যদিকে ভিলারিয়াল মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের।