বদলিদের নৈপুণ্যে আর্সেনালের জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ০১:৫৪

শেয়ার

বদলিদের নৈপুণ্যে আর্সেনালের জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু
বদলি নামার পরপরই দলকে এগিয়ে নেন মার্তিনেল্লি। ছবি: রয়টার্স

প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে দুর্দান্ত খেলল আর্সেনাল। বদলি হিসেবে নেমে মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে গোল করলেন গাব্রিয়েল মার্তিনেল্লি। শেষ দিকে জালের দেখা পান আরেক বদলি খেলোয়াড় লিয়ান্দ্রো ত্রোসার। তাদের দুই গোলেই আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে মিকেল আর্তেতার দল শুরু করল নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগ অভিযান।


মঙ্গলবার রাতে সান মামেসে অনুষ্ঠিত ম্যাচে গোলের পাশাপাশি একে অন্যের গোলে অবদান রাখেন মার্তিনেল্লি ও ত্রোসার।


প্রথমার্ধে উভয় দলই গোলের সুযোগ নষ্ট করে। আর্সেনালের চার শটের মাত্র একটি ছিল লক্ষ্যে, আর বিলবাওয়ের সাত শটই ছিল বাইরে। সবচেয়ে কাছাকাছি এসেছিলেন ভিক্তর ইয়োকেরেশ। কয়েকটি সুযোগ হাতছাড়া করার পাশাপাশি মাথায় আঘাত পেয়ে পরে বদলি হয়ে মাঠ ছাড়েন তিনি।


৬৫তম মিনিটে ইয়োকেরেশের বদলি হিসেবে মাঠে নামেন ত্রোসার, আর ৭১তম মিনিটে এবেরেচি এজের জায়গায় নামেন মার্তিনেল্লি। এই দুইজনের উপস্থিতিতেই বদলে যায় ম্যাচের চিত্র। ত্রোসারের ফ্লিক পাসে দারুণ দক্ষতায় বক্সে ঢুকে গোল করেন মার্তিনেল্লি।


নির্ধারিত সময়ের শেষ প্রান্তে জয়ের নিশ্চয়তা এনে দেন ত্রোসার। বাঁ দিক থেকে দারুণ কাট-ব্যাক দেন মার্তিনেল্লি, আর সেই সুযোগ কাজে লাগিয়ে জালে পাঠান বেলজিয়ান ফরোয়ার্ড।


দ্বিতীয়ার্ধে আর্সেনালের আধিপত্য ছিল স্পষ্ট। সাত শটের পাঁচটি ছিল লক্ষ্যে। বিলবাওও দুটি শট লক্ষ্যে রাখতে পারলেও আর্সেনাল গোলরক্ষককে বড় পরীক্ষা দিতে পারেনি।