চ্যাম্পিয়ন্স লিগ ড্র, শক্ত প্রতিদ্বন্দ্বিতায় রিয়াল-সিটি-বার্সা-পিএসজি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫ ২৩:২০

শেয়ার

চ্যাম্পিয়ন্স লিগ ড্র, শক্ত প্রতিদ্বন্দ্বিতায় রিয়াল-সিটি-বার্সা-পিএসজি
১৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। ছবি: সংগৃহীত।

আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় আসর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৫-২৬ মৌসুম। গত আসর থেকে শুরু হওয়া নতুন আঙ্গিকের এই ফরম্যাটে থাকছে মোট ৩৬ দল। বিস্তৃত লিগভিত্তিক পর্ব চলবে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত। সেখান থেকে শীর্ষ আট দল সরাসরি যাবে দ্বিতীয় রাউন্ডে, আর নবম থেকে ২৪তম পর্যন্ত অবস্থান করা দলগুলো প্লে-অফ খেলবে। সেই লড়াই থেকে আরও আট দল যুক্ত হবে মূল নকআউটে।

 

মোনাকোর রাজকীয় ভেন্যু গ্রিমালদি ফোরামে বৃহস্পতিবার (২৮ আগস্ট) হয়ে গেল মৌসুমের বহুল প্রতীক্ষিত লিগপর্বের ড্র। রাত ১০টায় জমকালো আয়োজনে সঞ্চালনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেশমিন চৌধুরী ও পর্তুগিজ সাংবাদিক পেদ্রো পিন্টো। মঞ্চে হাজির ছিলেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফরিন ও সহকারী সাধারণ সম্পাদক জর্জিও মারচেট্টি। আর ড্রয়ের মূল আকর্ষণ হিসেবে পট উত্তোলনের দায়িত্বে ছিলেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ, সঙ্গে সুপারকম্পিউটার পরিচালনায় ছিলেন ব্রাজিলিয়ান তারকা কাকা।

 

নাটকীয় মুহূর্তগুলোতে একে একে বেরিয়ে আসে দলগুলোর নাম। প্রতিযোগী ৩৬ দলকে আগেই রাখা হয়েছিল চারটি পটে, যেখানে প্রথম পটেই ছিল সব হেভিওয়েট। বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টার মিলান, চেলসি ও বরুসিয়া ডর্টমুন্ড, সব শক্তিশালী ক্লাবের নাম ওঠে ইব্রাহিমোভিচের হাত থেকে। এরপর কাকার সুপারকম্পিউটার বাটনে চাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে প্রতিপক্ষ ও ভেন্যুর তালিকা নির্ধারিত হয়।

 

ড্রয়ের ফলেই ফুটবলপ্রেমীরা পেয়ে গেছে রোমাঞ্চকর কিছু লড়াইয়ের ইঙ্গিত। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি পড়েছে কঠিন পরীক্ষায়, তাদের আবারও মুখোমুখি হতে হবে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির দ্বৈরথও জমিয়ে তুলবে লিগ পর্ব।

 

বিশেষায়িত সফটওয়্যার সব প্রতিপক্ষ নির্ধারণ করেছে কিছু শর্ত মেনে, যেমন একই দেশের দুটি দল একে অপরের মুখোমুখি হবে না, কিংবা একটি দল অন্য দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলবে। ফলে প্রতিটি ম্যাচই দাঁড়াবে নতুন সমীকরণে, নতুন রোমাঞ্চে।

 

২০২৫-২৬ মৌসুমের এই চ্যাম্পিয়ন্স লিগ শুধু নতুন ফরম্যাটের জন্যই নয়, বরং শুরুর আগেই ড্রয়ের নাটকীয়তায় ফুটবলপ্রেমীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এখন অপেক্ষা কেবল মাঠে বল গড়ানোর।

 

একনজরে কে কার প্রতিপক্ষ :

 

পিএসজি : বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহাম (হোম), স্পোর্তিং লিসবন (অ্যাওয়ে), নিউক্যাসল (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।

 

রিয়াল মাদ্রিদ : ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্শেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাইরাত আলমাতি (অ্যাওয়ে)।

 

ম্যানচেস্টার সিটি : বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুসেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), গ্যালাতাসারাই (হোম) ও মোনাকো (অ্যাওয়ে)।

 

বায়ার্ন মিউনিখ : চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং লিসবন (হোম), পিএসভি আইন্দহফেন (অ্যাওয়ে), ইউনিয়ন সেন্ট–জিলোয়া (হোম) ও পাফোস এফসি (অ্যাওয়ে)।

 

লিভারপুল : রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি (হোম), মার্শেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম) ও গ্যালাতাসারাই (অ্যাওয়ে)।

 

ইন্টার মিলান : লিভারপুল (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাতি (হোম) ও ইউনিয়ন সেন্ট–জিলোয়া (অ্যাওয়ে)।

 

চেলসি : বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম) ও কারাবাগ (অ্যাওয়ে)।

 

বরুসিয়া ডর্টমুন্ড : ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বোদো/গ্লিমট (হোম), টটেনহাম (অ্যাওয়ে), অ্যাথলেটিক ক্লাব (হোম) ও কোপেনহেগেন (অ্যাওয়ে)।

 

বার্সেলোনা : পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম) ও নিউক্যাসল (অ্যাওয়ে)।

 

আর্সেনাল : বায়ার্ন মিউনিখ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), কাইরাত আলমাতি (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।

 

ইউসিএলের লিগপর্বে ৩৬টি দলের প্রতিপক্ষ এবং হোম-অ্যাওয়ে ম্যাচ নির্ধারিত হয়েছে। তবে কবে কার খেলা সেই সূচি এখনই পূর্ণাঙ্গ হয়নি। যা আগামী শনিবার জানাবে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।